আন্তর্জাতিক

ট্রাম্পের শপথ অনুষ্ঠান; ওয়াশিংটনে নজিরবিহীন নিরাপত্তা

আন্তর্জাতিক ডেস্ক

৪৮ কিলোমিটার দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া স্থাপন করা হয়েছে

আগামী ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলের সিঁড়িতে হবে এই শপথ। এরপর হোয়াইট হাউসের উদ্দেশে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। ট্রাম্পের এই শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হচ্ছে কড়া নিরাপত্তা। গত বছরের ৫ নভেম্বর ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প।  

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, কালো রঙের ৩০ মাইল বা ৪৮ কিলোমিটার দীর্ঘ ও উঁচু অস্থায়ী বেড়া স্থাপন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা। এছাড়া লাখ লাখ দর্শকের জন্য বসানো হয়েছে নিরাপত্তাচৌকি।

গত সোমবার যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস স্পেশাল এজেন্টের দায়িত্বে থাকা ম্যাট ম্যাককুল বলেন, আমরা ব্যাপক হুমকির মধ্যে আছি। 

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন তাঁর দল রিপাবলিকন দলের সমর্থক ছাড়াও অনুষ্ঠান স্থলে জড়ো হতে পারেন বিরোধী দল ডেমোক্রেটের সমর্থকেরা।

আগামী ২০ জানুয়ারি যে স্থানে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে, ঠিক সেই স্থানেই ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলের জানালা ভাঙচুর করার পাশাপাশি পুলিশের সঙ্গে ব্যাপক মারামারিতে লিপ্ত হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান ডোনাল্ড ট্রাম্প। পরে ফলাফল পরিবর্তনের দাবিতে ক্যাপিটল হিলে আক্রমণ করে ট্রাম্পের সমর্থকরা।

 

এনএস/ 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রাম্পের