আর্কাইভ থেকে ফুটবল

কোপা আমেরিকায় অনিশ্চিত নেইমার

কোপা আমেরিকায় অনিশ্চিত নেইমার
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে চোট পেয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমার জুনিয়রের।  এই চোটের জন্য আবারও অস্ত্রোপচার করাতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তাঁর ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা যে প্রতিবেদন প্রকাশ করেছে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগবে।  সেটা হলে আগামী বছর কোপা আমেরিকায় তাঁর খেলার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন। এখন থেকে ঠিক ৮ মাস পর। উরুগুয়ের রাজধানী মন্তেভিদেওর এস্তাদিও সেন্তেনারিওতে ম্যাচের ৪৪ মিনিট চলছিল। উরুগুইয়ান মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে বল দখলের লড়াইয়ে তাঁর ধাক্কা খেয়ে পড়ে যান নেইমার।  স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় কাঁদছিলেন নেইমার।

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | আমেরিকায় | অনিশ্চিত | নেইমার