এক মাসের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ কমবে : স্থানীয় সরকার মন্ত্রী

এবার ডেঙ্গুর প্রকোপ বাড়ার অন্যতম কারণ জলবায়ু পরিবর্তন। এছাড়াও অনেক দিন ধরে চলা বিধিনিষেধ ও ঈদের ছুটিতে মানুষ গ্রামের বাড়ি চলে যায়। যে কারণে পরিত্যাক্ত স্থানে পানি জমে মশার জন্ম হয়েছে। তবে এক মাসের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ কমে আসবে। বললেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, শহরের নির্মাণাধীন ভবনগুলোর শ্রমিকরা ছুটিতে থাকায় সেখানেও মশার লাভ্রা পাওয়া গেছে।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে মশা নিধনের জন্য একটি পরিকল্পিত উদ্যোগ নেয়া হয়। এ জন্য ২০২০ সালে আক্রান্ত হয় মাত্র ১৪০৫ জন। কিন্তু ২০২১ সালে দেখলাম অনেক বেশি আক্রান্ত হয়েছে। এবার যে অভিজ্ঞতা হয়েছে এটা পরের সময়গুলোতে কাজে লাগিয়ে পদক্ষেপ নেব।

Recommended For You