Connect with us

ক্রিকেট

নতুন ইতিহাস গড়ার স্বপ্নে আজ মাঠে নামবে নিগার বাহিনী

Avatar of author

Published

on

নারী ক্রিকেট দল

হারের বৃত্ত ভেঙে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরুর স্বপ্ন বাংলাদেশ দলের। তবে অঘটন দিয়েই শুরু হয়েছে নারী টি২০ বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে চমক উপহার দিয়েছে শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আজ রোববার (১২ ফেব্রুয়ারি) বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ নারী দল। দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে বাংলাদেশ সময় রাত ১১টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে জ্যোতি-সালমারা।

বাংলাদেশের দুর্বলতা হলো ব্যাটিং। ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেও সেটা ফুটে উঠেছে। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হলে আজ ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে। বিশেষ করে টপঅর্ডারে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মুশতারি, মুর্শিদা খাতুনকে দায়িত্ব নিতে হবে। সে সঙ্গে অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা দুই প্রতিভা স্বর্ণা আক্তার ও দিলারা আক্তার যদি মারমুখী ব্যাটিং করতে পারেন, তবেই বড় সংগ্রহ পাবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার পিচে পেসারদের কাঁধে থাকবে বড় দায়িত্ব। তবে অভিজ্ঞ জাহানারা আলমের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা মারুফা আক্তার ও দিশা বিশ্বাসের সমন্বয়ে গড়া পেস আক্রমণ খুব বেশি নির্ভর করার মতো নয়। যদিও শ্রীলঙ্কার ব্যাটিং মূলত একজনের ওপর নির্ভরশীল। তিনি হলেন অধিনায়ক চামারি আতাপাত্তু। তারকা এ ওপেনারকে দ্রুত ফিরিয়ে দিতে পারলেই অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ। কিন্তু না পারলে সমূহ বিপদ। ৫০ বলে ৬৮ রানের ইনিংস খেলে প্রোটিয়াদের হারানোর কারিগর তিনিই। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ভীষণ আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিনি, ‘আমি সবাইকে বলেছি, ভয়ডরহীন ক্রিকেট খেলতে নিজেদের সামর্থ্য পৃথিবীকে দেখিয়ে দিতে।’

একে তো প্রোটিয়াদের হারিয়ে দারুণ উজ্জীবিত শ্রীলঙ্কা, তার ওপর টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসও খুব একটা ভালো নয়। পাঁচ আসরে অংশ নিয়ে ১৭ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে পারফরম্যান্সও সুখকর নয়। তাদের বিপক্ষে ৮ ম্যাচে বাংলাদেশের জয় ২টি। তবে এই ২ জয়ের সর্বশেষটি ৯ বছর আগের। এই ফরম্যাটে লঙ্কানদের মুখোমুখি হয়ে প্রথম দুই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। পরের ছয় ম্যাচে টানা হার। বাংলাদেশ কি পারবে লঙ্কানদের বিপক্ষে ৯ বছরের হারের বৃত্ত ভাঙতে!

 

Advertisement
Advertisement
মন্তব্য করতে ক্লিক রুন

মন্তব্য করতে লগিন করুন লগিন

রিপ্লাই দিন

ক্রিকেট

বাংলাদেশের কোচ হিসেবে থাকছেন না মুশতাক

Published

on

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছিলো পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদকে।  বিশ্বকাপের পর তার সাথে লম্বা চুক্তির কথা ভাবছিল বিসিবি।

কিন্তু ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুশতাক। পাকিস্তানি গণমাধ্যম জানিয়েছে এই খবর।

এদিকে বিসিবির সূত্রও জানিয়েছে এই খবর। জানা গেছে, আগে থেকেই ইসিবির সঙ্গে চুক্তিবদ্ধ পাকিস্তানের এই কিংবদন্তি। মাঝখানের ফাঁকা সময়টাতে কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে। তাই বিসিবি লম্বা সময়ের জন্য মুশতাককে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব দিতে চাইলেও আপাতত তা সম্ভব হচ্ছে না।

 

 

Advertisement

 

 

 

 

Advertisement
পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

শ্রীলঙ্কার দায়িত্ব নিলেন জয়াসুরিয়া

Published

on

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্স প্রভাব ফেলেছে দলে। আর তার ফলস্বরূপ দলটির কোচ ক্রিস সিলভারউড প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এবার সাবেক লঙ্কান ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড।

মূলত আসন্ন দুইটি সিরিজের জন্য জয়াসুরিয়াকে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা বোর্ড। চলতি মাসের শেষে ভারতের বিপক্ষে ৩ টি টি-টোয়েন্টি ও ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে ৩ টি টেস্ট ম্যাচের সূচি রয়েছে।

এই দুই সিরিজে কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জয়াসুরিয়া। যেখানে তাকে পর্যবেক্ষণ করে পরবর্তী চিন্তা করবে শ্রীলঙ্কা বোর্ড।

শ্রীলঙ্কা ক্রিকেটের সাথে জয়াসুরিয়ার কাজ করার অভিজ্ঞতা পুরোনো। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরামর্শক ছিলেন তিনি। তার আগে প্রধান নির্বাচকের ভূমিকাতেও ছিলেন তিনি।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

ক্রিকেট

দ্রাবিড়কে ‘ভারতরত্ন’ পুরস্কার দেয়ার আহ্বান গাভাস্কারের

Published

on

খুব বেশি দিন হয়নি ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। দলটির প্রধান কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। বিশ্বকাপ পর্যন্তই দায়িত্বে ছিলেন তিনি। এই কোচকে নিয়ে নানা আলোচনা চলছে। প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মাধ্যম থেকে।

এবার ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার দ্রাবিরের ব্যাপারে মন্তব্য করলেন। ভারতের সবচেয়ে সম্মানজনক নাগরিক পুরস্কার ‘ভারতরত্ন’- সেই পুরস্কার দ্রাবিড়কে দেয়া উচিত বলে জানিয়েছেন গাভাস্কার।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র শচীন টেন্ডুলকার ভারতরত্ন জিতেছেন। একজন সাবেক ক্রিকেটার ও কোচ হিসেবে দ্রাবিড়ের অবদান স্মরণ করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘ভারতীয় সরকার তাকে (দ্রাবিড়) ভারতরত্ন পুরস্কারে ভূষিত করলে, সেটাই তার জন্য উপযুক্ত হবে।’

একটি লিখিত কলামে এ কথা উল্লেখ করেছেন গাভাস্কার। তিনি আরও জানিয়েছেন, দ্রাবিড়ের অধীনে পুরো ভারত দারুণ উচ্ছ্বাসে ভেসে গেছে। দেশটি বহুদিন পর আইসিসি শিরোপা জিতেছে। গাভাস্কার সবাইকে এক হতে অনুরোধ করেছেন। এবং দ্রাবিড়ের পক্ষে আওয়াজ তুলতে বলেছেন।

 

Advertisement

এম/এইচ

পুরো পরতিবেদনটি পড়ুন

সর্বাধিক পঠিত